Logo

সারাদেশ

বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৮:৫৩

বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

ছবি : বাংলাদেশের খবর

জুলাইসহ সকল গণহত্যার বিচার, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও রাজনৈতিক মামলার প্রত্যাহারের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

বুধবার (০৭ মে) বিকেলে জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি সরকারি আজিজুল হক কলেজ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি রেজোয়ানুল ইসলাম, পূর্ব জেলা সভাপতি জোবায়ের আহম্মেদ নাহিদ, পশ্চিম জেলা সভাপতি সাইয়েদ কুতুব সাব্বির, হাবিবুল্লাহ খন্দকার, পূর্ব সেক্রেটারি শাহরিয়ার হোসেন বিপ্লব ও পশ্চিম সেক্রেটারি হাফেজ ইমরান হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে। তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। একই সঙ্গে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর দায়ের করা সকল মামলা প্রত্যাহার ও জুলাই গণহত্যাসহ সকল রাজনৈতিক মামলার প্রত্যাহারের দাবি করেন তারা।

জুয়েল হাসান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর