পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৯:০৬

মৌলভীবাজারের বড়লেখায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুন্না আহমদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী রাজু আহমদ ও পথচারী প্রণজিত।
বুধবার (০৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার রতুলীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্না আহমদ উপজেলার বড়থল গ্রামের ফয়জুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মুন্না আহমদ ও রাজু আহমদ মোটরসাইকেলযোগে আজিমগঞ্জ থেকে রতুলীবাজারের দিকে আসছিলেন। পথে রতুলীবাজারে পৌঁছালে পথচারী প্রণজিত রাস্তা পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে চালক রাজু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি সেলুন দোকানের পিলারে ধাক্কা খান। এতে পেছনে থাকা মুন্না আহমদ ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় গুরুতর আহত হন চালক রাজু আহমদ ও পথচারী প্রণজিত। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার জানান, এ ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
শাহরিয়ার খান সাকিব/এমবি