Logo

সারাদেশ

ঝিনাইদহে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে ১৩ দফা দাবি উত্থাপন

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৯:২২

ঝিনাইদহে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে ১৩ দফা দাবি উত্থাপন

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির ৭ম ঝিনাইদহ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) সকাল ১০টায় শহরের সুকান্ত সড়কের একটি রেস্টুরেন্টে ‘বিপ্লবী বাঘা যতীন-কমরেড ইলা মিত্র মঞ্চে’ উদ্বোধনী সমাবেশ হয়।

জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। এ সময় উদীচী শিল্পীগোষ্ঠী সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক সুজন বিপ্লব। সঞ্চালনায় ছিলেন বায়েজিদ চাষা ও আরিফুল ইসলাম মিটুল। বাঁওড় ও জলমহাল থেকে উচ্ছেদ হওয়া জেলেরা সম্মেলন উদ্বোধন করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান। তিনি বলেন, স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও গ্রামীণ মজুরদের জীবনমানের পরিবর্তন হয়নি। তারা এখনও সারা বছরের কাজ, ন্যায্য মজুরি, চিকিৎসা ও সন্তানের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত।

তিনি আরও বলেন, ক্ষেতমজুর সমিতি আইএলও কনভেনশন অনুযায়ী গ্রামীণ মজুরদের শ্রমিক হিসেবে স্বীকৃতি ও কর্মসংস্থানের নিশ্চয়তার দাবি জানিয়ে আসছে। তিনি প্রশিক্ষিত শ্রমিক তৈরি করে রাষ্ট্রীয় অর্থায়নে বিদেশে পাঠানোর দাবি জানান।

সম্মেলনে উপস্থাপিত ১৩ দফা দাবির মধ্যে রয়েছে : পল্লী রেশনিং ও ন্যায্য মূল্যের দোকান চালু, ষাটোর্ধ্ব মজুরদের মাসিক ১০ হাজার টাকা পেনশন, ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি পুনরায় চালু ও দৈনিক ৮০০ টাকা মজুরি নির্ধারণ, জলমহালসমূহ প্রকৃত জেলেদের হাতে তুলে দেওয়া, গ্রামীণ মজুরদের সন্তানদের বিদেশে চাকরির সুযোগ সৃষ্টি, প্রতিটি ইউনিয়নে আধুনিক স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, ঝিনাইদহে রেল সংযোগ সম্প্রসারণ, বিপ্লবী বাঘা যতীন ও কমরেড ইলা মিত্রের পৈতৃক বাড়ি সংরক্ষণ, তাদের জীবনকর্ম পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত, বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল প্রতিষ্ঠা, হাট-বাজার ইজারা বাতিল এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ।

এছাড়া সম্মেলনে কৃষকনেতা রবিউল আলম খোকন ও স্বপন বাগচীসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

বুরহান উদ্দিন/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর