Logo

সারাদেশ

পাহাড় কেটে পরিবেশ ধ্বংস, রাবার কোম্পানিকে ১৬ লাখ টাকা জরিমানা

Icon

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৯:৩২

পাহাড় কেটে পরিবেশ ধ্বংস, রাবার কোম্পানিকে ১৬ লাখ টাকা জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজায় পাহাড় কেটে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করায় ‘লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’কে ১৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (৬ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৭ অনুযায়ী এই জরিমানা করা হয়।

স্থানীয়রা জানান, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবসতির কাছে রাবার প্রসেসিং ফ্যাক্টরি স্থাপন করায় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। আন্ধারী খালের উৎসস্থলে পাহাড় কেটে শুরু হওয়া এই প্রকল্পে খালটির পানিদূষণ এবং জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে বলেও তারা শঙ্কা প্রকাশ করেন।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম বলেন, পাহাড় কর্তনের মাধ্যমে পরিবেশ ক্ষতিগ্রস্ত করায় ওই প্রতিষ্ঠানকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় অধিদপ্তরের অভিযান চলমান থাকবে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর