
ছবি : বাংলাদেশের খবর
নওগাঁর মান্দা উপজেলার চকমনসুব গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তির নাম তাইফুল ইসলাম (৩৭)। তিনি সদর ইউনিয়নের চকমনসুব গ্রামের কাসেম ডাকাতের ছেলে।
বুধবার (০৭ মে) বিকেলে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে তাইফুল ইসলামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।
ওসি আরও জানান, তাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এম এ রাজ্জাক/এমবি