
ছবি : বাংলাদেশের খবর
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট ও সৈয়দপুর এলাকায় অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনের মহোৎসব চলছে।
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি চক্র প্রতিদিন ৩০-৬০টি কাঁকড়া ও বালুবাহী গাড়ি দিয়ে বালু পরিবহন করছে। এর ফলে নদীর তীরবর্তী গ্রামগুলোতে ভূমি ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে এবং নদীভাঙন, ফসলি জমি বিলীন হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসন কোন পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে।
সরেজমিনে বালাসীঘাট এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে বালু উত্তোলনকারীরা অবাধে কাজ করছে। স্থানীয়দের মতে, সরকারের উন্নয়ন প্রকল্পও এখন হুমকির মুখে। নদীর গতিপথ পরিবর্তন, নদীর পাড় ভাঙা এবং আবাদি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বালু উত্তোলনের ফলে এলাকার রাস্তা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রায় দুই কোটি টাকার বালু প্রতি বছর অবৈধভাবে বিক্রি করা হচ্ছে। এদিকে, বালু উত্তোলনকারী চক্রটি প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দিতেও সাহস পাচ্ছে না স্থানীয়রা।
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জগৎ বন্ধু মন্ডল জানিয়েছেন, প্রশাসন অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং খুব শিগগিরই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
এআরএস