Logo

সারাদেশ

গৌরনদীতে সরকারি খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৯:৪৭

গৌরনদীতে সরকারি খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ

ছবি : বাংলাদেশের খবর

বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী বাজারে সরকারি খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছিলেন কলেজ শিক্ষক কামাল হোসেন। খবর পেয়ে প্রশাসন খাল দখল ঠেকাতে উদ্যোগ নিলেও কিছুদিন কাজ বন্ধ থাকার পর পুনরায় অবৈধভাবে নির্মাণ কাজ শুরু হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, তিন মাস আগে কামাল হোসেন খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ শুরু করেন। প্রশাসনের বাধায় কাজ বন্ধ ছিল। তবে, এখন আবার একইভাবে খাল দখল করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে কামাল হোসেন বলেন, তিনি তার নিজস্ব জমিতে স্থাপনা নির্মাণ করছেন। তবে, নলচিড়া ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. আব্বাস আলী জানান, সরকারি খাল দখল করে নির্মাণ কাজ চলছিল এবং বিষয়টি তার উর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন বলেন, সরকারী স্বার্থ রক্ষা করতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না, তবে ব্যক্তিগত জমিতে নির্মাণ কাজ করা গেলে তাতে কোনো বাঁধা নেই।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর