Logo

সারাদেশ

লৌহজংয়ে একই বাড়িতে দুই দফা হামলা, আহত ৩

Icon

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৫, ২১:১২

লৌহজংয়ে একই বাড়িতে দুই দফা হামলা, আহত ৩

ছবি : বাংলাদেশের খবর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার উত্তর নওপাড়া গ্রামে একই বাড়িতে দুই দফা হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ও বুধবার দুপুরে ওই বাড়িতে হামলা চালিয়ে দুই ভাইকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাদের বোন এগিয়ে এলে তাকেও মারধরের অভিযোগ পাওয়া গেছে।

হামলার শিকার মাহিন ফকির মঙ্গলবার রাতে লৌহজং থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মাহিন ফকিরের বাড়িতে হামলা চালান প্রতিবেশী মৃত স্বপন হাওলাদারের ছেলে অহিদ হাওলাদার (৪২), আলমগীর হাওলাদার (৪৫), মো. মজিবর হাওলাদার (৫০), তার ছেলে বাবু হাওলাদার (৩০), সাত্তার বেপারীর ছেলে জানু বেপারী (৫০) ও মনু বেপারীর ছেলে সবুজ বেপারী (৪৭)।

হামলার সময় মাহিন ফকিরের ভাই কোরবান আলী ও বোন ফাহিমা বেগম এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়।

মাহিন ফকির বলেন, 'মঙ্গলবারের হামলার পর আমি লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলাম। বুধবার দুপুরে আবারও আমাদের বাড়িতে হামলা হয়। বাড়িতে কেউ না থাকায় তারা আমাদের শিশুদের বের করে দেয়। এরপর আমার বাবার রওজা ও বাড়িঘর ভাঙচুর করে।'

তিনি আরও বলেন, ‘অহিদ হাওলাদারদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের শত্রুতা রয়েছে। মঙ্গলবার তারা আমার মাথা ও চোখের নিচে আঘাত করে রক্তাক্ত করে। আমার ভাই ও বোন এগিয়ে এলে তাদেরও মারধর করে। ঘরে ঢুকে দরজা-আসবাব ভাঙচুর করে, নগদ চার লাখ টাকা ও ছয় ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এরপর বুধবার ফের হামলা চালায়।’

এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান বলেন, ‘ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। আমরা আবারও পুলিশ পাঠিয়েছি। ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মো. নাজমুল ইসলাম পিন্টু/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর