চাঁদপুরে পুকুর ভরাটে জরিমানা, পুনঃখননের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: ০৭ মে ২০২৫, ২১:১৭

ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুর শহরের আলিমপাড়া এলাকায় পুকুর ভরাট করায় আব্দুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ মে) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের প্রমাণ মেলে।
অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করে জরিমানা প্রদান করেন। একই সঙ্গে পুকুরের বেড়া অপসারণ ও ভরাট অংশ সাত দিনের মধ্যে পুনঃখননের নির্দেশ দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আলআমিন/এআরএস