Logo

সারাদেশ

স্ত্রীকে মারধর, বাধা দেওয়ায় শ্বশুরকে ছুরিকাঘাতে খুন

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৫, ০৮:৩৪

স্ত্রীকে মারধর, বাধা দেওয়ায় শ্বশুরকে ছুরিকাঘাতে খুন

মেহেরপুরের গাংনী উপজেলায় ‘মাদকাসক্ত’ জামাইয়ের ছুরিকাঘাতে এক চাচা শ্বশুর নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) সকাল ৬টার দিকে উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম ইলিয়াছ হোসেন (৪৫)। তিনি একই গ্রামের নেক্কার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্বশুর বাশার আলীর বাড়িতে গিয়ে স্ত্রীকে মারধর করছিলেন সবুজ আহম্মেদ নামের এক ব্যক্তি। এসময় চাচা শ্বশুর ইলিয়াছ হোসেন তাকে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে সবুজ ছুরি দিয়ে তার পেটে আঘাত করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর এলাকাবাসী ঘাতক সবুজকে আটক করেছে।

বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার এবং ঘাতককে পুলিশ হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে।

  • আকতারুজ্জামান/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর