Logo

সারাদেশ

শেরপুরে যুবক অপহরণ, নারী সঙ্গী পুলিশ হেফাজতে

Icon

শেরপুর ( বগুড়া ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৫, ০৮:৫৩

শেরপুরে যুবক অপহরণ, নারী সঙ্গী পুলিশ হেফাজতে

বগুড়ার শেরপুরে মাইক্রোবাসে করে কালাম (৩৫) নামের এক যুবককে অপহরণ করা হয়েছে। বুধবার (৭ মে) রাত সাড়ে ৮টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় এক নারীর সঙ্গে চা পান শেষে রাস্তায় হাঁটছিলেন কালাম। ঠিক তখনই একটি সাদা রঙের হাইস মাইক্রোবাস হঠাৎ থেমে যায়। গাড়ি থেকে নেমে আসা কয়েকজন যুবক জোরপূর্বক তাকে তুলে নিয়ে দ্রুত চলে যায়।

ঘটনার পরপরই পুলিশ সঙ্গে থাকা নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুলিশের হেফাজতে থাকা নারী জানিয়েছেন, তার সঙ্গে কালামের প্রেমের সম্পর্ক ছিল। তবে অপহরণের বিষয়ে তিনি কিছু জানেন না।

ওসি আরও জানান, ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। অপহৃত কালামকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে।

  • আব্দুল ওয়াদুদ/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর