Logo

সারাদেশ

মাজারপাড়ায় গাঁজার আস্তানা, সংবাদ প্রকাশের পর অভিযান

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৫, ০৯:১৭

মাজারপাড়ায় গাঁজার আস্তানা, সংবাদ প্রকাশের পর অভিযান

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরই বগুড়ার শিবগঞ্জ উপজেলার মালখালী এলাকায় অভিযান চালিয়েছে প্রশাসন। হযরত শাহ সুলতান বলখী (রহ.) মাহিসাওয়ার মাজারকে কেন্দ্র করে শেষ বৈশাখী মেলা ও ওরস উপলক্ষে গড়ে ওঠা মাদকসেবীদের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে যৌথ বাহিনী।

বুধবার (৭ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মাজারের উত্তর পাশে মালখালী এলাকায় দীর্ঘদিন ধরে চলা গাঁজা সেবনের আড্ডাস্থল ভেঙে দেওয়া হয়। উদ্ধার করা হয় গাঁজা, গাজার পাতা এবং মাদক ব্যবসার বিভিন্ন সামগ্রী।

শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সংবাদ পাওয়ার পর আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেছি। সেখানে গাঁজা সেবনের আলামতসহ মাদক ব্যবসার প্রস্তুতির প্রমাণ পাওয়া গেছে। আস্তানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে কি না — এমন প্রশ্নে ইউএনও বলেন, আমরা সবসময় আপনাদের সহযোগিতা চাই। মাদকের বিরুদ্ধে অবস্থান জিরো টলারেন্স। আবারও এ ধরনের তথ্য পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

  • জুয়েল হাসান/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর