Logo

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে পুলিশের হাত থেকে ১৪ মামলার আসামি ছিনতাই

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১০:৫৪

ঠাকুরগাঁওয়ে পুলিশের হাত থেকে ১৪ মামলার আসামি ছিনতাই

ঠাকুরগাঁওয়ে পুলিশের গ্রেপ্তার করা ১৪ মামলার এক আসামিকে ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের মারধরের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

বুধবার (০৭ মে) রাত ১০টার দিকে সদর উপজেলার মাদারগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

৪৮ বছর বয়সী আসামি শাহজাহান আলী পাশের গ্রাম আরাজি পাইকপাড়া এলাকার শামসুল হকের ছেলে। মাদকসহ প্রায় ১৪টি মামলার আসামি তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর থানার এএসআই মাইদুল ইসলামের নেতৃত্বে চারজন পুলিশ সদস্য মাদারগঞ্জ এলাকায় শাহজাহানকে ধরতে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করলেও হঠাৎ আশপাশ থেকে কিছু দুর্বৃত্ত এসে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

আসামি ছিনিয়ে নেওয়ার সময় অভিযানে অংশ নেওয়া চার পুলিশ সদস্যকে মারধর করা হয়েছে বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে সদস্যদের মারধরের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে পুলিশ।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার খান বলেন, অভিযানে পুলিশ সদস্য কম থাকায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যথেষ্ট সংখ্যক পুলিশ সদস্য থাকলে আসামি পালানোর সুযোগ হতো না। তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি, দ্রুতই আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব।

আবু সালেহ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর