Logo

সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্রদের মারধর, সেই ছাত্রদল নেতা গ্রেপ্তার

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১১:২৭

বৈষম্যবিরোধী ছাত্রদের মারধর, সেই ছাত্রদল নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সহসমন্বয়ক ও সংগঠকদের মারধরের মামলায় ফেনীর ছাত্রদল নেতা জিল্লুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ মে) সকালে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে হাসপাতাল মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল্লাহ আল মাহফুজ, সহসমন্বয়ক সালমান হোসেন ও সংগঠক নাদিয়া আক্তারকে মারধরের ঘটনার পর থানায় মামলা হয়। এরপর তাকে গ্রেপ্তারে রাতভর পুলিশ অভিযান চালায়। সকালে ঢাকার উত্তরা এলাকা থেকে জিল্লুরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। জিল্লু ফেনী জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান জানান, বুধবার রাতে জিল্লুকে ফেনী মডেল থানায় আনা হয়। বৃহস্পতিবার (৮ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

প্রসঙ্গত, ‘ফেনী কলেজ গেটের ফুটপাতে অস্থায়ী দোকান থেকে ছাত্রদল নেতার চাঁদাবাজি’ শিরোনামে তথ্যবহুল সংবাদ স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে জিল্লু ক্ষুব্ধ হয়ে দৈনিক ফেনীর সময় পত্রিকার চিফ রিপোর্টার আরিফ আজমকে ফোনে হত্যার হুমকি দেয়।

এ বিষয়ে আরিফ আজম ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন মঙ্গলবার ফেনীতে কর্মরত সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন হয়। এর প্রেক্ষিতে কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ স্থগিত করা হয়।

এছাড়া জিল্লুর বিরুদ্ধে শহরের এক ক্লিনিক মালিকের নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবি ও অপর এক যুবকের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে। তার হুমকির মুখে কলেজের এক কর্মচারী প্রাণভয়ে আত্মগোপনে রয়েছেন।

এমরান পাটোয়ারী/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর