Logo

সারাদেশ

গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

Icon

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১১:৫৩

গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

শ্লীলতাহানি ঘটনার প্রতিবাদ জানিয়েছেন আলোচিত ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী

নেত্রকোনার পূর্বধলায় এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সালমান রহমান পল্লবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৭ মে) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নির্দেশে এ বহিষ্কার কার্যকর করা হয়। কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পল্লব সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।

নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাংগঠনিক শৃঙ্খলার প্রশ্নে দল কোনো আপস করে না।

এদিকে শ্লীলতাহানির ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সদস্য হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী।

বুধবার রাতে পূর্বধলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার এক আত্মীয় ঢাকা যাওয়ার পথে শ্যামগঞ্জ এলাকায় ছাত্রদল নেতা পল্লবের নেতৃত্বে একদল লোক অ্যাম্বুলেন্স থামিয়ে ওই নারীকে নামিয়ে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করে।

রফিকুল ইসলাম বলেন, ‘আমার ভাই বাধা দিলে তাকেও মারধর করা হয়। ভিকটিমকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে।’

ঘটনার বিষয়ে পূর্বধলা থানার ওসি মো. নূরুল আলম বলেন, ভিকটিমকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রহুল আমিন জানান, জালশুকা পালপাড়া এলাকায় কয়েকজন দুষ্কৃতিকারী এম্বুলেন্সের গতিরোধ করে নারীকে নামিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নারীকে উদ্ধার করে। তবে কেউ আটক হয়নি। 

  • শফিকুল ইসলাম খান/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর