
ছবি : বাংলাদেশের খবর
চুয়াডাঙ্গার দামুড়হুদায় একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় রোজিনা খাতুন (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৮ মে) ভোরে উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের কলোনীপাড়ায় মতিয়ারের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোজিনা খাতুন স্থানীয় ফল ব্যবসায়ী সামছুল আলীর স্ত্রী।
কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ নাইমুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ভোরে হাঁটতে বের হয়েছিলেন রোজিনা খাতুন। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মোটরসাইকেল চালক হৃদয়কে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তিনি একই উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা।
কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ নাইমুল বলেন, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতির আবেদন করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ফেরদৌস ওয়াহিদ/এমবি