Logo

সারাদেশ

কালিয়াকৈরে চাঁদাবাজ-মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবি

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৩:০৫

কালিয়াকৈরে চাঁদাবাজ-মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবি

গাজীপুরের কালিয়াকৈরে ‘চাঁদাবাজ-মাদক ব্যবসায়ী’ আরিফ ও মানিককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (৮ মে) সকালে উপজেলার গোয়ালবাথান ইয়াসিন মার্কেটের সামনে স্থানীয় জনসাধারণ এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য দেন, মারফত আলী মেম্বার, শাহিন, সাঈফ ও মকবুলসহ আরও অনেকে। 

তারা অভিযোগ করেন, স্থানীয় যুবদলনেতা আরিফ ও মানিক দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, মাদক ব্যবসা ও চাঁদাবাজির মাধ্যমে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। 

বক্তারা অবিলম্বে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

  • মো দেলোয়ার হোসেন/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর