Logo

সারাদেশ

মুন্সীগঞ্জে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৫

Icon

বাংলাদেশের প্রতিবেদক ও মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৫:০৪

মুন্সীগঞ্জে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৫

ছবি : বাংলাদেশের খবর

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় থেমে থাকা অ্যাম্বুলেন্সকে বাসের চাপায় সংঘর্ষে ৫ যাত্রী  নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিরাজদিখানের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সের চাকা বিকল হয়ে যায়। এতে মহাসড়কের পাশে থেমে অ্যাম্বুলেন্সের চাকা মেরামত করার সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। ফলে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স আরোহীদের চাপ দেয়। এতে বাস চাপায় অ্যাম্বুলেন্সের এক নারী আরোহী ঘটনাস্থলেই মারা যান।

সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এবং আহত বাকী চারজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, ‘ঘটনাস্থলে নিহত একজনের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।’

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ‘ঘটনাস্থলেই একজন নিহত ও বাকী ৪ জন হাসপাতালে মারা গেছেন। তবে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।’

এনএমএম/আবু সাইদ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর