বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৫:২৪

পটুয়াখালীর কলাপাড়ায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় মারিয়া আক্তার (১০) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারিয়া উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তিনি উত্তর টিয়াখালী গ্রামের মো. মোজাম্মেল মৃধার মেয়ে।
স্থানীয়রা জানান, সকালে মারিয়া তার বোনের বাড়িতে বেড়াতে আসে। পরে বোনের মেয়েকে সঙ্গে নিয়ে একটি স্থানীয় মাদ্রাসায় যাচ্ছিল। পথে রজপাড়া এলাকার সিক্স লেন পয়েন্টে পৌঁছালে একটি দ্রুতগতির অটোবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মারিয়া রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মারিয়াকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। কোমলমতি এক শিক্ষার্থীর এমন করুণ মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।
এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তবে নিহতের পরিবার আইনগত ব্যবস্থা নিতে আগ্রহ প্রকাশ করেনি এবং মরদেহ দাফনের জন্য নিয়ে যায়।
জাকারিয়া জাহিদ/এমবি