Logo

সারাদেশ

হারানো ২৫ মোবাইল উদ্ধার করে ফেরত দিল পুলিশ

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৬:৩৩

হারানো ২৫ মোবাইল উদ্ধার করে ফেরত দিল পুলিশ

ছবি : বাংলাদেশের খবর

পিরোজপুরে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন ও হ্যাকড হওয়া ২টি ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৮ মে) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ডিভাইস ও অ্যাকাউন্ট মালিকদের কাছে ফিরিয়ে দেন পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের।

এ সময় তিনি বলেন, জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া শাখা জেলার বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরিগুলো (জিডি) বিশ্লেষণ করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ২টি হ্যাকড হওয়া ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করতে সক্ষম হয়। পরে যাচাই-বাছাই শেষে এসব মালামাল ও অ্যাকাউন্ট প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এমন উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোনের মালিকগণ উপস্থিত ছিলেন। উদ্ধার হওয়া ডিভাইস ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।

সৈয়দ বশির আহম্মেদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর