কালিয়াকৈরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৬:৫০

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে উপজেলার রায়য়েরচালা এলাকায় এ ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) আ. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আনোয়ার হোসেন কৌশলে শিশুটিকে তার বাড়ির পাশে ডেকে নেয়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করেন।
আটক আনোয়ার হোসেন কালিয়াকৈর উপজেলার রায়য়েরচালা এলাকার বশির খানের ছেলে।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) আ. সেলিম বলেন, স্থানীয়রা অভিযুক্তকে আটক করে আমাদের খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দেলোয়ার হোসেন/এমবি
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন