যশোরে বিক্রয় প্রতিনিধিকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৭:১৪

যশোরের মণিরামপুরে আলী হাসান (২০) নামে একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধির গলায় ও হাতে ছুরিকাঘাত করে প্রায় ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বুধবার (০৭ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের মুন্সিখান বটতলা থেকে শেখপাড়া খানপুর ফাঁকা সড়কে এ ঘটনা ঘটে।
আহত আলী হাসান উপজেলার মুন্সিখানপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি ‘পেট্রা’ নামের একটি প্রতিষ্ঠানের পরিবেশকের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত।
আহতের বরাতে জানা যায়, দিনশেষে উপজেলার মনোহরপুর বাজারে পণ্য সরবরাহ শেষে ইঞ্জিনচালিত ভ্যানে করে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে প্রস্রাব করার সময় তিনজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। ছিনতাইকারীরা তার কাছে থাকা পণ্য বিক্রির প্রায় ৩০ হাজার টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে দুর্বৃত্তরা তার গলা ও হাতে ছুরিকাঘাত করে ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা হুমায়ুন রশিদ বলেন, ছিনতাইকারীরা আলী হাসানের হাতে ও গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। রাতে হাসপাতালে আনার পর তার ক্ষতস্থান ব্যান্ডেজ করা হয়েছে। তিনি অনেকটা ঝুঁকিমুক্ত ছিলেন।
মনিরামপুর থানার ওসি নুর মোহাম্মদ গাজী ও উপপরিদর্শক (এসআই) অরূপ কুমার বসু বলেন, কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে রক্তাক্ত জখম করে টাকা ছিনতাইয়ের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
জাহাঙ্গীর আলম/এমবি