Logo

সারাদেশ

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে ইউনিয়ন যুবলীগের সভাপতি আটক

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৭:৩১

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে ইউনিয়ন যুবলীগের সভাপতি আটক

কিশোরগঞ্জে গভীর রাতে এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সাহেদ মিয়াকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।

মো. সাহেদ মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন যুবলীগ সভাপতি। তিনি একই ইউনিয়নের জিনারাই গ্রামের আব্দুল করিমের ছেলে এবং একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (০৭ মে) দিবাগত রাতে মো. সাহেদ মিয়া চৌদ্দশত পূর্ব পাড়া এলাকায় এক প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করেন তারা।

চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাহার আলী বলেন, সাহেদ মিয়া জিনারাই গ্রামের বাসিন্দা। তিনি অনৈতিক উদ্দেশ্যে ওই প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন। এলাকাবাসী তাকে আটক করে পুলিশে তুলে দেয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুর রউফ ভুঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর