ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৯:৫৩
-681cb75e455ba.jpg)
ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) দুপুর ৩টায় শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ, ঠাকুরগাঁও জেলা বিএনপি সহসভাপতি ও টুর্নামেন্টের আহ্বায়ক নূর-এ শাহাদাৎ স্বজন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সৈয়দ মমিনুল হক বাবু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন, পৌর বিএনপির সভাপতি ও টুর্নাামেন্টের সদস্য সচিব শরিফুল ইসলাম শরিফ, প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু প্রমুখ।
মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ১৬টি টিম অংশ নেয়।
বিএইচ