Logo

সারাদেশ

কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিবকে অব্যাহতি

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৫, ১০:২৫

কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিবকে অব্যাহতি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মিলন হোসাইনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৮ মে) সন্ধ্যায় ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মুস্তাক আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মিলন হোসাইনের বিরুদ্ধে। এ কারণে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার অনুমোদন দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন পিকুল ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম।

বুরহান উদ্দীন/এমব 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর