Logo

সারাদেশ

বাজার ইজারা নিয়ে যুবদলের দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৫, ১১:৪৫

বাজার ইজারা নিয়ে যুবদলের দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর বাজারের ইজারা নিয়ে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এতে বাজারের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (০৮ মে) সন্ধ্যায় চাঁদপুর-রায়পুর সড়কের পাশে অবস্থিত ওই বাজারে ইজারাদারের প্রতিনিধির সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিগত শেখ হাসিনা সরকারের সময়ে এ বাজারে ইজারা ছাড়াই প্রভাবশালীরা চাঁদা তুলে ভাগ-বাটোয়ারা করে নিতেন। গত ৫ আগস্টের পর বাংলা ১৪৩২ সালের ১ বৈশাখ থেকে বাজারটি ইজারা নেন স্থানীয় বাসিন্দা ও উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব আবদুল মতিন।

তার প্রতিনিধি গোলাম কিবরিয়া প্রতিদিনের ইজারার টাকা নিতে গেলে মাছ ব্যবসায়ীরা তাকে চাঁদাবাজ আখ্যা দিয়ে বাধা দেন। একপর্যায়ে তাকে মারধর এবং তার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।

ভাটিয়ালপুর চৌরাস্তা বাজার মাছ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত মনির হোসেন বলেন, এ বাজারে আগে ইজারা ছিল না। কারণ ব্যবসায়ীরা পৌরসভার কোনো সুবিধা পাননি। তাই জোরপূর্বক চাপিয়ে দেওয়া এ ইজারা বাতিলের দাবিতে জেলা প্রশাসক, সেনা ক্যাম্প, উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু ইজারাদার নিজে উপস্থিত না হয়ে তার প্রতিনিধির মাধ্যমে কমিশন আদায়ের চেষ্টা চালান, ফলে বিরোধের সূত্রপাত ঘটে। গোলাম কিবরিয়া স্থানীয় কিশোর গ্যাং নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমি ছাড়াও ব্যবসায়ী আলম শেখ, গিয়াস উদ্দিন, জাফর, আনেয়ার, শুভ, ছলেমান খান ও ইলিয়াছ খান আহত হয়েছেন।

এ বিষয়ে ইজারাদার আবদুল মতিন বলেন, ইজারা নেওয়ার পর থেকেই মাছ ব্যবসায়ীরা খাজনা দিতে আপত্তি জানিয়ে আসছেন। এ নিয়ে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে বৈঠকও হয়। যেখানে খাজনা কম দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। প্রথমে তারা এতে সম্মত হলেও পরে থানার ওসির কাছে গিয়ে জানায়, তারা কোনো খাজনা দেবে না। এরপর তারা আমার প্রতিনিধি গোলাম কিবরিয়াকে চাঁদাবাজ বলে মারধর করে। তাদের হামলায় বেশ কয়েকজন আহত হন। পুরো ঘটনার নেপথ্যে কাজ করছেন স্থানীয় প্রভাবশালী ও আড়তদার শফিক, ইলিয়াস, মনির ও রাজু।

ব্যবসায়ীদের পক্ষ নেওয়া পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন পাটওয়ারী বলেন, প্রায় ১৬ বছর এ বাজার ইজারা হয়নি। এখন নতুন করে ইজারা নিয়েছেন উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব আব্দুল মতিন। তিনি ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে ইজারা নিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার চক্রান্ত শুরু করেছেন। এতে আমাদের দলের বদনাম হবে। সে কারণে আমি ব্যবসায়ীদের পক্ষে কথা বলেছি। কারণ এ বাজারে প্রায় ১ হাজার লোকের জীবিকা জড়িত। ব্যবসায়ীরা তাকে ৬ লাখ টাকা নিয়ে তাদের স্বাধীনভাবে ব্যবসা করার সুযোগ দিতে বলেন। কিন্তু ইজারাদার দৈনিক কমিশন হারে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, হাসপাতালে আহত ৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী বলেন, ভাটিয়ালপুর চৌরাস্তা বাজারে সংঘর্ষের কথা জেনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি।

আলআমিন ভূঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর