র্যাবের অভিযানে কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেপ্তার ৩

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৫, ১২:১০

ছবি : বাংলাদেশের খবর
সিরাজগঞ্জ র্যাব-১২-এর সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে মহামূল্যবান কষ্টিপাথরের তৈরি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শেরপুর উপজেলার ১০নং শাহবন্দেগী ইউনিয়নের রাজবাড়ি মুকুন্দ গ্রামের একটি মাছের খাবারের টিনশেড ঘর থেকে এ অভিযান চালানো হয়। এ সময় তিনজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (০৯ মে) সকালে সিরাজগঞ্জ র্যাব-১২ সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজবাড়ি মুকুন্দ গ্রামের মো. আ. সালামের ছেলে মো. নাসিম উদ্দিন (২৮), মৃত আলিমুদ্দিন প্রামাণিকের ছেলে মো. ফরিদ প্রামাণিক (৩৫) ও বগুড়ার শেরপুরের আড়ং শাইল গ্রামের মৃত রইস উদ্দিনের ছোলে মো. বুলবুল আহম্মেদ (৪০)।
অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এ মহামূল্যবান প্রত্নসম্পদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন- তারা কষ্টিপাথরের তৈরি বিষ্ণু মূর্তিটি নিজেদের হেফাজতে রেখে বিদেশে পাচারের পরিকল্পনা করছিলেন।
এ ঘটনায় বগুড়ার শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।
ফিরোজ আল আমিন/এমবি