
ঝিনাইদহে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে সাইমা খাতুন (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৯ মে) সকাল ৮টার দিকে সদর উপজেলার আড়মুখী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইমা নলডাঙা ইউনিয়নের আড়মুখী গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের মেয়ে। তিনি স্থানীয় আড়মুখী দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের দোকানে বিস্কুট কিনতে যায় শিশু সাইমা। রাস্তা পার হওয়ার সময় কালীগঞ্জ থেকে নলডাঙ্গাগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে যায়। ওই সময় ইজিবাইকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইমাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয় বলে জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। তবে এখনো নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
তিনি আরও জানান, শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা তাকে দাফনের জন্য নিয়ে গেছেন।
বুরহান উদ্দীন/এমবি