Logo

সারাদেশ

কালীগঞ্জে ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ০৯ মে ২০২৫, ১৪:৩৪

কালীগঞ্জে ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

লালমনিরহাটের কালীগঞ্জে ছাত্রলীগের উপজেলা সভাপতি শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (০৯ মে) ভোরে উপজেলার কাশীরাম গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

শরিফুল ইসলাম কালীগঞ্জ উপজেলার কাশীরাম গ্রামের বাবলু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও তার ছেলে রাকিবুজ্জামান আহমেদের আস্থাভাজন কর্মী ছিলেন। তার বিরুদ্ধে রংপুর ও লালমনিরহাটে গত জুলাই ও আগস্ট মাসে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার একাধিক মামলা রয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, শরিফুল ইসলামকে গ্রেপ্তারের পর শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

রাহেবুল ইসলাম টিটুল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর