নীলফামারীতে জামায়াতের প্রাথমিক প্রার্থী তালিকা

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৫, ১৫:১৯

দীর্ঘ ১৬ বছর পর নীলফামারীতে আবারও নির্বাচনী মাঠে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যেটি ২০০৮ সালের পর থেকে রাজনীতির মাঠে কোণঠাসা ছিল জামায়াত। ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ও শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে পুনরায় শক্তি সঞ্চয় করছে।
বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দলটি আবারও সংগঠিত হতে শুরু করেছে। দেশের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক সভা, উঠান বৈঠক ও জনসভা আয়োজিত হচ্ছে। নীলফামারী জেলা জামায়াতে ইসলামী প্রাথমিকভাবে ৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। দলীয় নেতাকর্মীরা এখন ভোটের মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন। উঠান বৈঠক, সভা ও কর্মী সমাবেশের মাধ্যমে নিজেদের অবস্থান শক্তিশালী করতে।
প্রাথমিকভাবে চূড়ান্ত হওয়া প্রার্থীরা হলেন- নীলফামারী-১ (ডোমার, ডিমলা) আসনের জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী-২ (সদর) আসনে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি ড. খায়রুল আনাম, নীলফামারী-৩ (জলঢাকা, কিশোরগঞ্জ অর্ধেক) আসনে উপজেলা জামায়াতের আমির মাওলানা ওবায়দুল্লাহ সালাফি ও নীলফামারী-৪ (সৈয়দপুর, কিশোরগঞ্জ) আসনে উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল মোনতাকিম।
জামায়াতের নেতারা জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনে তারা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কেন্দ্রীয়ভাবে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হবে। নির্বাচনের জন্য দলের নেতাকর্মীরা এখন গ্রাম পর্যায়ে উঠান বৈঠক ও কমিটি গঠনসহ সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
তৈয়ব আলী সরকার/এমবি