Logo

সারাদেশ

১৬ বছর পর তেঁতুলিয়ায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৫, ১১:১৩

১৬ বছর পর তেঁতুলিয়ায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬ বছর পর অনুষ্ঠিত হলো বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। শুক্রবার (৯ মে) বিকেলে উপজেলা সরকারি অডিটোরিয়ামের চত্বরে পায়রা উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদত হোসেন রঞ্জুর সভাপতিত্বে এবং সদস্য সচিব রেজাউল করিম শাহীনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান মুক্তি এবং স্থানীয় নেতৃবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ফরহাদ হোসেন আজাদ পূর্ববর্তী আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি হিসেবে শাহাদত হোসেন রঞ্জু এবং সাধারণ সম্পাদক হিসেবে রেজাউল করিম শাহীন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আবু সাঈদ মিয়া এবং আবু বক্কর সিদ্দিক কাবুল নির্বাচিত হয়েছেন।

প্রধান অতিথি ব্যারিস্টার নওশাদ জমির তার বক্তব্যে বলেন, আমরা পঞ্চগড়কে পর্যটন হাব হিসেবে গড়ে তুলতে পারি এবং বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে এই কাজগুলো বাস্তবায়ন করতে পারবে। আমাদের নেতাকর্মীরা যেভাবে ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে গড়ে উঠেছেন, তার ফলস্বরূপ আমরা নতুন সরকারের মাধ্যমে পঞ্চগড়ের উন্নতি সাধন করতে সক্ষম হব।

তিনি বাংলাবান্ধা স্থলবন্দর, রেললাইন ও ভবিষ্যতে চীনের সঙ্গে ব্যবসা-বাণিজ্য প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। পাশাপাশি তেঁতুলিয়াকে পৌরসভা ঘোষণা এবং শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কর্মসূচি তুলে ধরেন।

উল্লেখ্য, ২০০৯ সালে সর্বশেষ তেঁতুলিয়ায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ ১৬ বছর পর এই সম্মেলন আয়োজন করা হলো, যা স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

  • এসকে দোয়েল/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর