গ্রামবাসীর গণঅর্থায়নে ধামরাইয়ে ছাত্রদল নেতাকে সংবর্ধনা

আরিফুল ইসলাম সাব্বির, সাভার
প্রকাশ: ১০ মে ২০২৫, ১৭:২৯

‘আমাগো গ্রাম থিকা কেউ এত বড় জায়গায় যায় নাই, এই প্রথম গেল। আরিফের মতো ভদ্র, শান্ত পুলা এমন পদ পাইছে, তাই তারে আমরা সংবর্ধনা দিতেছি’, বলছিলেন ষাটোর্ধ্ব আব্দুল জলিল।
শুধু তিনি নন, ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের খাগুটিয়া এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম আরিফের ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রথম সহ-দপ্তর সম্পাদক নিযুক্ত হওয়ায় উচ্ছ্বসিত পুরো গ্রামের বাসিন্দারাই। তার এ পদবি প্রাপ্তির ঘটনায় এলাকাবাসীর অর্থায়নে শুক্রবার (৯ মে) খাগুটিয়ায় আয়োজন করা হয় ছাত্র গণসংবর্ধনা অনুষ্ঠান।
এতে ধামরাইয়ের বিভিন্ন এলাকার অন্তত কয়েক হাজার বাসিন্দা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যোগ দেন। এরমধ্যে মনোযোগ আকর্ষণ করেন নানা বয়সী শ্রোতারা।
আরিফুল ইসলাম আরিফকে দেওয়া ছাত্র গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন জসীম উদ্দিন নামে এক সত্তোরোর্ধ ব্যক্তি। তিনি বলেন, আমাদের গ্রামের ছেলে আরিফ। সে সব সময় সামাজিক, মানবিক বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিল। এলাকার ছেলেমেয়েদের পড়াশোনার জন্য ভূমিকা রেখেছে। অনেককে বিভিন্ন পরামর্শ দিয়েছে। তার মতো একজন মেধাবী ছাত্র আমাদের গর্ব। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্রদল করত। তাকে ছাত্রদল মূল্যায়ন করেছে। আর সেজন্য তাকে আমরা সবাই মিলে সংবর্ধনা দিচ্ছি।
শাজাহান উদ্দিন নামে আরেক ব্যক্তি বলেন, গ্রামবাসী সবাই মিলে যে যেমন পেরেছে, সবাই মিলে এই সংবর্ধনায় টাকা দিয়েছে। সবাই মিলে তাকে উৎসাহ দিতে, তাকে আরও এগিয়ে দিতে আমরা চেষ্টা করেছি। সেজন্যই আজকের এই সংবর্ধনা। আমরা চাই আরিফ আরও এগিয়ে যাক। সে আমাদের গ্রামের জন্য, ধামরাইয়ের জন্য আরও অনেকে কাজ করুক।
ধামরাই মহিলা দলের সভাপতি আমিনা লায়েলা বলেন, দীর্ঘদিন পর কেন্দ্রীয় ছাত্রদলের কোনো পদবিতে ধামরাইয়ের একজন সুযোগ পেলো। আরিফ ধামরাইয়ের মেধাবী ছাত্র। ঢাবিতে রসায়ন বিভাগে পড়াশোনা করেছে। সংবর্ধনার মধ্য দিয়ে আমরা মূলত সুস্থ ধারার রাজনীতির সঙ্গে জড়িত আরিফকে উৎসাহিত করতে চাই।
ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন বলেন, ধামরাইয়ের এই গ্রামে জন্ম সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের। তার পরিবারের বিএনপিতে ব্যাপক অবদান রয়েছে। এরই ধারাবাহিকতায় একই গ্রাম থেকে আরিফুল ইসলাম আরিফ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে এসেছে। তাকে এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে যে সংবর্ধনা দেওয়া হলো এটি বিরল। আমরা আরিফের আরও সফলতা কামনা করি। সে যাতে ভবিষ্যতে আরও উচ্চ পর্যায়ে নেতৃত্ব দিতে পারে, সেই প্রত্যাশা করি।
আরিফুল ইসলাম আরিফ বলেন, জাতীয়তাবাদী আদর্শে শহীদ জিয়ার রাজনীতি করি। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা প্রচারে সবাইকে ভূমিকা রাখতে হবে। এর মধ্য দিয়ে দেশের উন্নতি ঘটবে। আমি দলের ক্ষুদ্র একজন কর্মী। দল যে মূল্যায়ন করেছে, আর আজকে গণঅর্থায়নে এলাকাবাসী যে সংবর্ধনা দিয়েছে, এটি থেকে শিক্ষা নিয়ে এই উৎসাহে ভবিষ্যতে দলের জন্য মানুষের জন্য কাজ করে যাবো। এজন্য সবার সহযোগিতা কামনা করি।
অনুষ্ঠানে ২০০৮ এসএসসি ব্যাচ, ধামরাই বন্ধুমহল, ছাত্রদল, বিএনপির বিভিন্ন কমিটির পক্ষ থেকে আরিফুল ইসলাম আরিফকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
ছাত্র গণসংবর্ধনা অনুষ্ঠানে ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, ছাত্রদলের ঢাকা জেলা উত্তর কমিটির সভাপতি তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি অলিউজ্জামান সোহেল, সজিব মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, মহিউদ্দিন রুবেল, তীতুমীর কলেজ ছাত্রদলের নেতা সানিউর রহমানসহ ঢাকা জেলা, ধামরাইয়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।