Logo

সারাদেশ

মিঠাপুকুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ‘অন্তঃসত্ত্বা’

Icon

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৫, ১৭:৫৫

মিঠাপুকুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ‘অন্তঃসত্ত্বা’

রংপুরের মিঠাপুকুরে প্রতিবেশী চাচার ধর্ষণের শিকার এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি এজাহার দায়ের করেছেন। অভিযোগের পর মিঠাপুকুর থানা পুলিশ অভিযুক্ত মাসুদ মিয়াকে গ্রেপ্তার করে।

ঘটনাটি ঘটেছে মিঠাপুকুর উপজেলার ৯ নম্বর ময়েনপুর ইউনিয়নের পশ্চিম গেনার পাড়া গ্রামে। অভিযুক্ত মাসুদ রানা একই গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। পেশায় তিনি একজন দিনমজুর।

‎ভুক্তভোগী শিশুর বাবা অভিযোগ করেন, ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা শিশুটি একটু বোকা ও সহজ সরল স্বভাবের। তাকে প্রতিবেশী চাচা মাসুদ রানা প্রায়ই বিস্কুট ও চকোলেটের প্রলোভন দেখাতেন। গত ৮ নভেম্বর শিশুটিকে মাসুদ রানা চকোলেটের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী একটি আমবাগানে নিয়ে গিয়ে তাকে ফুসলিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এরপর বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণের ফলে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

সম্প্রতি মেয়েটির শারীরিক পরিবর্তন দেখে তার মা ও খালা সন্দেহ করেন। পরে শনিবার (১০ মে) সকালে মেডিকেল পরীক্ষা করালে তারা জানতে পারেন শিশুটি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। পরে শিশুটির কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে মেয়েটি বলে, প্রতিবেশী চাচা মাসুদ রানা দীর্ঘদিন ধরে তার সঙ্গে খারাপ কাজ করে আসছে।

এ ঘটনার ভিত্তিতে শিশুটির বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। পরে মিঠাপুকুর থানা পুলিশ অভিযুক্ত মাসুদ রানাকে নিজ বাড়ি থেকে আটক করে।

শিশুটির মা বলেন, ‘মোর বেটির বয়স কেবল ১৩ বছর। সরল-সোজা পেয়ে সর্বনাশ করে দিল। মোর বেটিটার সর্বনাশ করল মাসুদ রানা। আমরা তার ফাঁসি চাই।’

ময়েনপুর ইউনিয়নের ওই ওয়ার্ডের ইউপি সদস্য মামুন মিয়া বলেন, এটি একেবারেই জঘন্য অপরাধ। আমরা এলাকাবাসী সবাই চাই, তদন্ত সাপেক্ষে তার দৃষ্টান্তমূলক বিচার হোক। যাতে কেউ আর এ ধরনের দুঃসাহস করার সাহস না পায়।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্তকে আটক করেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রাখিবুল হাসান রাখিব/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর