সোনারগাঁয়ে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২৫, ১৮:০৩

ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ আলী আকবর খান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ মে) রাত আড়াইটার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর সংলগ্ন মেঘনা টোল প্লাজার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আলী আকবর খান মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোনারগাঁ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাঈমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মেঘনা টোলপ্লাজা অংশে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করছিলেন। এ সময় রয়্যাল এনফিল্ড কোম্পানির একটি মোটরসাইকেলযোগে আসা আলী আকবরের গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তার মোটরসাইকেলের টুল বক্সের ভেতর থেকে একটি এএসটিআর মডেলের বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, বিদেশি পিস্তল ও গুলিসহ আলী আকবর খানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
সজীব হোসেন/এমবি