Logo

সারাদেশ

চরফ্যাসন

আ.লীগের কার্যালয় দখল করে নিল এনসিপি

Icon

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৫, ১৮:৩২

আ.লীগের কার্যালয় দখল করে নিল এনসিপি

ভবনের সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে ‘জাতীয় নাগরিক পার্টি- চরফ্যাসন উপজেলা শাখা’ লেখা ব্যানার। ছবি : বাংলাদেশের খবর

ভোলার চরফ্যাসনে উপজেলা আওয়ামী লীগের তিনতলা কার্যালয় দখল করে নিজেদের দলের নামে ব্যানার ঝুলিয়ে কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ঘটনায় উপজেলাজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে চলছে নিন্দা প্রকাশ।

শনিবার (১০ মে) দুপুরে চরফ্যাসন পৌরসভার কলেজ রোডে অবস্থিত আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়টি দখল করে নেয় এনসিপি। দখলের নেতৃত্ব দেন দলের স্থানীয় নেতা অহিদ ফয়সাল। দাবি করা হচ্ছে, সরকারের পতনের পর ৯ মাস ধরে দলীয় কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল। এর আগে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।

সরেজমিনে দেখা যায়, ভবনের ছাদে মাইক টানিয়ে চলছে এনসিপির প্রচারণা। ভবনের সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে ‘জাতীয় নাগরিক পার্টি- চরফ্যাসন উপজেলা শাখা’ লেখা ব্যানার। নেতারা সেখানে বসে দলীয় কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় এক মুক্তিযোদ্ধা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্বদানকারী দল। তাদের কার্যালয় দখল করে অন্য কোনো রাজনৈতিক দলের কার্যক্রম চালানো নজিরবিহীন এবং ইতিহাসে লজ্জাজনক অধ্যায় হয়ে থাকবে।’

দলীয় কার্যালয় দখলের বিষয়ে এনসিপির চরফ্যাসন উপজেলা প্রতিনিধির দাবিদার অহিদ ফয়সাল বলেন, ‘আমরা চরফ্যাসন উপজেলার এনসিপির কার্যক্রম এখান থেকেই পরিচালনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমজাত হাবিব, নুরে আলম নাসিম, শরিফ হোসাইন ও মো. শাহাবুদ্দিন।’

ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রতিবাদ জানিয়ে পোস্ট করছেন। 

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর