Logo

সারাদেশ

কিশোরগঞ্জে তিন খাদ্য প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৫, ২১:০৪

কিশোরগঞ্জে তিন খাদ্য প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

কিশোরগঞ্জের ভৈররে নিরাপদ খাদ্য আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। 

শনিবার (১০ মে) কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ায় এ অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেখা যায়, ক্যাপিটাল ফুডস নামের একটি প্রতিষ্ঠান অনুমোদনহীনভাবে মিল্ক ব্রেড উৎপাদন ও পণ্যের মোড়কে অগ্রিম তারিখ প্রদান করছিল। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

ইয়াকুব এন্ড মাহবুব ফুড প্রোডাক্টস পঁচা মরিচ দিয়ে মরিচের গুড়া তৈরি করছিল। এছাড়া এতে মানবদেহের জন্য ক্ষতিকর কৃত্রিম রং মেশানো ও অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের অপরাধে তাদের ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া রহিম বেকারিকে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ব্যবহার ও ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার দায়ে ১ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।

অভিযানের সময় আরও কয়েকটি বেকারিতে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য পাওয়া গেলে তা জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল ও আইনশৃঙ্খলা রক্ষায় কিশোরগঞ্জ জেলা পুলিশ, র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

আব্দুর রউফ ভূঁইয়া/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর