Logo

সারাদেশ

ঝালকাঠিতে কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

Icon

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৫, ২১:৩৪

ঝালকাঠিতে কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাবেক সভাপতি মোত্তাকি বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ মে) দুপুর আড়াইটার দিকে ঝালকাঠি শহর থেকে তাকে গ্রেপ্তার করে নলছিটি থানা পুলিশ।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোত্তাকি বিল্লাহ একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে ঝালকাঠি সদর থানা পুলিশের সহায়তায় শনিবার দুপুরে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি-না, তা যাচাই করা হচ্ছে।

শাহাদাত হোসেন মনু/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর