Logo

সারাদেশ

নানা আয়োজনে বান্দরবানে ‘বুদ্ধ পূর্ণিমা’ পালিত

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৫, ১৩:০৯

নানা আয়োজনে বান্দরবানে ‘বুদ্ধ পূর্ণিমা’ পালিত

ছবি : বাংলাদেশের খবর

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা রোববার (১১ মে)। এ উপলক্ষে বান্দরবানের প্রতিটি বিহারে বিহারে চলছে প্রার্থনা, ছোয়াইং দান, জল সিঞ্চনসহ নানা আনুষ্ঠানিকতা। গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও পরিনির্বাণ এ তিনটি স্মৃতিকে স্মরণ করে দিনটি উদযাপন করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। 

বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে দিনটি উদ্‌যাপন করা হয় বলে একে বৈশাখী পূর্ণিমাও বলা হয়ে থাকে। গৌতম বুদ্ধের জন্ম বোধি লাভ ও মহাপরিনির্বাণ লাভের ত্রিস্মৃতি বিজড়িত এদিন টিকে বৌদ্ধরা স্মরণ করে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রবিবার (১১ মে) সকালে বান্দরবান কেন্দ্রীয় বিহার প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বৌদ্ধ সম্প্রদায়ের দায়ক-দায়িকা, নর-নারী, যুবক-যুবতীরা অংশ নেয়। এছাড়াও সকাল থেকে জেলা শহরের প্রতিটি বিহারে বিহারে চলছে ছোয়াইং দান, মোমবাতি প্রজ্বলন, বোধি বৃক্ষের নিকট উপস্থিত হয় সেখানে জল সিঞ্চন, পঞ্চশীল অষ্টশীল গ্রহণ ধর্মীয় দেশনাসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা। বিহারে আসা দায়ক-দায়িকারা বলেন, আমাদের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে আমাদের ভগবান বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। তাই আমরা প্রতি বছর এই দিনটি নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে পালন করে থাকি। আজকে আমরা সকালে বিহারে এসেছি, ছোয়াইং দান করেছি, বোধিবৃক্ষে চন্দন জলসিঞ্চন করেছি। বিকেলে হাজার প্রদীপ জ্বালাব পাশাপাশি সমবেত প্রার্থনা করবো। যাতে জগতের সকল প্রাণী সুখী হয় এবং যেন আমাদের সকলের মাঝে শান্তি বয়ে আসে। 

এদিকে গৌতম বুদ্ধের জন্মের এ দিনটি বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে জানান বান্দরবান রাজ গুরু বৌদ্ধবিহারের বৌদ্ধ ভিক্ষু নন্দশ্রী ভিক্ষু। তিনি বলেন, প্রতিবছর বৈশাখি পূর্ণিমার তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পালন করে বুদ্ধ পূর্ণিমা। এই দিনে গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও পরিনির্বাণ এ তিনটি স্মৃতিকে স্মরণ করে দিনটি উদযাপন করা হয়। 

সোহেল কান্তি নাথ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর