Logo

সারাদেশ

ফেনীতে আ.লীগ ও অঙ্গসংগঠনের আরও ২৪ জন নেতাকর্মী গ্রেপ্তার

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৫, ১৩:২৫

ফেনীতে আ.লীগ ও অঙ্গসংগঠনের আরও ২৪ জন নেতাকর্মী গ্রেপ্তার

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

ফেনীতে ‘অপারেশন ডেবিল হান্ট’ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ মে) রাতে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন ।

জানা গেছে, বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত থেকে শনিবার (১০ মে) রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে ফেনী সদর উপজেলা থেকে ৯ জন, দাগনভূঞা থেকে ৬ জন, পরশুরাম থেকে ৪ জন, সোনাগাজী থেকে ৩ জন ছাগলনাইয়া উপজেলা থেকে ১ জন ও ফুলগাজী উপজেলা থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম কামাল উদ্দিন (৭৫), রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ সোহেল (৪৯), ইয়াকুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আব্দুস সাত্তার (৭৩), রাজাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রাফি (২০), ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের নাদিম দেওয়ান (৩০), ফেনী পৌরসভার সহদেবপুর এলাকার সুমন (৩০). একই এলাকার শিব্বির আহাম্মেদ (৩৬), ফেনী পৌরসভার উত্তর সহদেবপুর এলাকার আমজাদ হোসেন টিপু (২৬), পরশুরাম উপজেলার চিথলিয় ইউনিয়নের সাকায়াত আলম সাইমন (১৮), একই ইউনিয়নের আওয়াম লীগের সাধারণ সম্পাদক নুরুল আফসার আজাদ (৪০), সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সাইফুল সিরাজ (৩৩), ফেনী পৌরসভার রামপুর এলাকার নুরুজ্জামান ফয়সাল (৪৫), ফেনী পৌরসভার বারাহীপুর এলাকার মো. জাকির হোসেন মনসুর (৪১), মধ্যম চাড়িপুর এলাকার ওমর সাদিক (২৪), সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সাইফুল সিরাজ (৩৩), একই ইউনিয়নের নুরুল আফছার (৪০), ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের চর কালিদাস গ্রামের কামরুল ইসলাম (৩৯), একই উপজেলার ফাজিলপুর ইউনিয়নের উত্তর শিবপুর গ্রামের ফখরুদ্দীন আহাম্মেদ প্রকাশ তেজান (১৭), ফেনী পৌরসভার নাজির রোডের মো: অহিদুর রহমান সোহেল (৩২), দাগনভূঞা উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামের মো: রাসেল মিয়া (৩৬), একই উপজেলার রাজাপুর ইউনিয়নের মো. সাব্বির হোসেন (২০), পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মোহাম্মদ লোকমান হোসাইন (৪৯), সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের মো. সাইফুল ইসলাম (৩৮) ও ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের জাফর আহাম্মদ (৪৫)।

এ বিষয়ে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ‘গ্রেপ্তারদের বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

এম. এমরান পাটোয়ারী/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর