Logo

সারাদেশ

মাদক ব্যবসায় বাধা দেয়ায় কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে জখম

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৫, ১৫:৩৯

মাদক ব্যবসায় বাধা দেয়ায় কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে জখম

আহত যুবক নোমান গাজী। ছবি : বাংলাদেশের খবর

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় নোমান গাজী মারুফ নামে এক যুবককে কুপিয়ে আহত করেছে বলে দাবি নোমানের ভাই এমরান গাজীর।

শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে পিরোজপুর পৌরসভার শিকারপুর সাহেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আব্দুল্লাহ আল নোমান গাজী পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও সাহেবপাড়া এলাকার মো. শাহজাহান গাজীর ছেলে।

অভিযুক্ত মারুফ পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।

আহত নোমান গাজীর ভাই এমরান গাজী জানান, কয়েক মাস আগে শিকারপুর সাহেবপাড়া এলাকায় মাদক ব্যবসার অভিযোগে নোমানসহ স্থানীয়রা মারুফ ওরফে কসাই মারুফকে বাধা দেয়। এসময় মারুফ প্রকাশ্যে নোমান গাজীসহ স্থানীয় কয়েকজনকে দেখে নেয়ার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে গাজী এন্টারপ্রাইজের দোকানে হামলা চালায় এবং নোমানের হাতে পেটে মারাত্বকভাবে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় নোমানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসক স্বাগত রায় জানান, নোমানের হাতে ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে । তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মারুফকে তার মোবাইল ফোনে একাধিক বার কল দিলেও তিনি ফোন রিসিভ করেনি।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

সৈয়দ বশির আহম্মেদ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর