Logo

সারাদেশ

পটুয়াখালীতে চার লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

Icon

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৫, ১৫:৪৩

পটুয়াখালীতে চার লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে আনুমানিক চার লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

রোববার (১১ মে) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এই তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ মে) রাত ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও পরিবেশ অধিদপ্তরের একটি দল পটুয়াখালী সদরের পুরাতন টিউবওয়েল অফিসসংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় চার লাখ টাকা।

তিনি আরও জানান, জব্দকৃত পলিথিন ধ্বংসের জন্য পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোজাহিদুল ইসলাম নান্নু/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর