Logo

সারাদেশ

গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল ও যুবদল নেতাসহ আটক ১০

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৫, ১৮:৪৪

গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল ও যুবদল নেতাসহ আটক ১০

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুর মহানগরীর পোড়াবাড়ী–মাস্টারবাড়ী এলাকায় একটি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির শাখা ব্যবস্থাপকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ছাত্রদল ও যুবদলের দশজন নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার (১১ মে) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পোড়াবাড়ী হংকং ফিলিং স্টেশনের বিপরীত পাশে ‘সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’-এর অফিস রয়েছে।

ওই সমিতির শাখা ব্যবস্থাপক সোহেল রানা অভিযোগ করেন, ছাত্রদল ও যুবদলের নেতারা গত কয়েকদিন ধরে তাকে ফোনে ও ব্যক্তিগতভাবে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। চাঁদা দিতে অস্বীকার করার পর তারা তাকে ‘মেরে ফেলার’ হুমকি দেন। এরপর তিনি গাজীপুর সদর থানায় ও যৌথ বাহিনীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে র‌্যাব, পুলিশ ও অন্যান্য বাহিনীর যৌথ টিম পোড়াবাড়ী র‌্যাব ক্যাম্পের আশপাশের এলাকা ঘিরে অভিযান চালায়।

এ সময় মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন (২৮), মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য ইসমাইল হোসেন (৪০), মহানগর যুবদলের সদস্য মকবুল হোসেন (৪৩), ভোলা সদরের মো. জাহাঙ্গীর (৪০), দক্ষিন সালনা এলাকার কবির হোসেন (৩২), বরিশালের শফিকুল ইসলাম (৩৬), ঢাকার মহিউদ্দিন (৩০), রংপুরে শাহিন ভূইয়া (৩৭), ভোলার পলাশ হাওলাদার (৩১) ও নীলফামারীর রেজাউল করিম (৪২) গ্রেপ্তার হন। পরে তাদের গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) কায়সার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চাঁদাবাজি ও হত্যাচেষ্টা হুমকির অভিযোগে ১০ জনকে আটকের পর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আব্দুল মান্নান/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর