গরমে হাঁসফাঁস পরিস্থিতিতে বান্দরবানে স্বস্তির বৃষ্টি

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৫, ১৩:৫০

ছবি : বাংলাদেশের খবর
তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃস্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে পাহাড়ে। সোমবার (১২ মে) ভোর ৬টা থেকে ঝড়ো হাওয়া ও বজ্রপাতের মধ্যদিয় দিয়ে বান্দরবানে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সকাল ৮টা পর্যন্ত অব্যাহত থাকে এ বৃস্টিপাত। গ্রীষ্মকালীল গরমে হাঁসফাঁস পরিস্থিতিতে এমন বৃষ্টিতে যেন প্রাণ ফিরেছে প্রকৃতিতেও।
অন্যদিকে গরমে নাজেহাল হওয়া মানুষের মধ্যে ফিরেছে স্বস্তি। এমন তাপদাহে স্বস্তির বৃষ্টি হওয়ায় খুশি বান্দরবানের বাসিন্দারা।
জেলা শহরের ক্যাচিংঘাটা এলাকার বাসিন্দা আনিসুর রহমান বলেন, গ্রীষ্মের শুরুতে তীব্র গরমে বাহিরে বের হওয়া পর্যন্ত যাচ্ছে না। কিন্তু জীবিকার তাগিদে বের হতে হচ্ছে। এছাড়াও অতিরিক্ত গরমের কারনে বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে। আজ ভোর থেকে বৃষ্টি হওয়ার কারণে কিছুটা হলেও স্বস্তি লাগতেছে।
গোরস্থান মসজিদ এলাকার আরেক বাসিন্দা এবি নয়ন বলেন, গরমে দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়েছে কয়েক দিন ধরে। ঘরেও থাকা যায় না। ফ্যানের বাতাস থেকে মনে হচ্ছিল আগুন ঝরছে। এবার বৃষ্টিতে খুবই স্বস্তি লাগছে। আবহাওয়া খুব ঠান্ডা হয়েছে।
এদিকে বান্দরবানেও বজ্রবৃষ্টি ও বজ্রপাতের সর্তকবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই বৃষ্টিপাতের সময় নিরাপদে থাকার অনুরোধ জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, অন্যান্য জেলার মতো পার্বত্য জেলা বান্দরবানেও অস্থায়ীভাবে ৪৫ থেকে ৬০ কিলোমিটার এর অধিক গতিবেগে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টিসহ বজ্রবৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোহেল কান্তি নাথ/এআরএস