Logo

সারাদেশ

বাউফলে অপহৃত কিশোরী উদ্ধার, আসামি গ্রেপ্তার

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৫, ১৫:৪৭

বাউফলে অপহৃত কিশোরী উদ্ধার, আসামি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সূত্রাপুর থানায় দায়ের করা একটি অপহরণ মামলার প্রধান আসামি অনিক মুন্সিকে (২১) গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ। একইসাথে অপহৃত কিশোরীকেও (১৪) উদ্ধার করা হয়েছে।

রোববার (১১ মে) সন্ধ্যায় উপজেলার কালাইয়া বন্দর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। রাত ১০টা ১৫ মিনিটে ভুক্তভোগী ও আসামিকে সূত্রাপুর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল কাইয়ুমের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

জানা যায়, ঢাকার হাজারীবাগ এলাকার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ওই কিশোরীকে প্রেমের প্রলোভনে ৬ মে নিয়ে পালায় অনিক মুন্সি। পরবর্তীতে ভিকটিমের বাবা ১০ মে সূত্রাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ ও সহায়তা ধারায় মামলা করেন।

মামলার পর তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে বাউফলে আসামি ও ভুক্তভোগীর অবস্থান শনাক্ত করে পুলিশ। এরপর সূত্রাপুর থানার অনুরোধে বাউফল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার এবং কিশোরীকে উদ্ধার করে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতারুজ্জামান সরকার বলেন, সূত্রাপুর থানা থেকে সহায়তার অনুরোধ পাওয়ার পর আমাদের টিম দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত ও ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে।

এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আসামিকে মঙ্গলবার (১৩ মে) আদালতে হাজির করা হবে এবং ভুক্তভোগী কিশোরীকে প্রক্রিয়া অনুযায়ী পরিবারের কাছে তুলে দেওয়া হবে।

আরিফুল ইসলাম সাগর/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর