Logo

সারাদেশ

আ.লীগ নেতাকে যুবদল নেতার শেল্টার, নেতাকর্মীদের বিক্ষোভ

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৫, ১৯:৩৯

আ.লীগ নেতাকে যুবদল নেতার শেল্টার, নেতাকর্মীদের বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ নেতা ও হত্যা মামলার আসামি বকুল মোল্লাকে বিএনপিতে যোগদান করানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মানববন্ধন শেষে একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা বকুল মোল্লার গ্রেপ্তার ও আশ্রয়দাতা জেলা যুবদলের সদস্য জাহিদ চৌধুরীর বহিষ্কার দাবিতে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এসময় বিক্ষোভ স্লোগানে উত্তাল হয়ে ওঠে শৈলকূপা শহর।

সোমবার (১২ মে) বিকালে শৈলকুপা শহরের চৌরাস্তা মোড়ে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। উপজেলার ৯নং মনোহরপুর ইউনিয়নের বিএনপির তৃণমূল নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কাওছার, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, ইসরাইল হোসেন, শফিউদ্দীন, আব্দুল কাদের মোল্লা, সেচ্ছাসেবক দলের আব্দুল হাকিম জিল্লু ও কৃষকদল নেতা মাজেদুর রহমান পান্ন প্রমুখ।

প্রতিবাদ সভায় বিএনপি নেতারা অভিযোগ করেন, দামুকদিয়া গ্রামের লুৎফর রহমান মোল্লার ছেলে বকুল মোল্লা চিহ্নিত সন্ত্রাসী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। তার নেতৃত্বে উপজেলা বিএনপির সভাপতিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। হাসিনার ফ্যাসিবাদী শাসনের ১৬ বছরে বকুল মোল্লা ছিল বেপরোয়া। বিএনপি ও অঙ্গ সংগঠনের একাধিক নেতাকে সে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। বহু বিএনপি কর্মীর বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে। কিন্তু সে এখনো রয়েছে অধরা। প্রকাশ্যে চলাফেরা করলেও ফ্যাসিস্ট এই আওয়ামী লীগ নেতাকে পুলিশ ধরছে না। অন্যদিকে গত ৯ তারিখে রাতের অন্ধকারে জেলা যুবদলের সদস্য জাহিদ চৌধুরীর নেতৃত্বে তাকে সামাজিক দলে যোগদান করানো হয়েছে। এতে বিএনপি দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সমাবেশ থেকে অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার ও প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ২৫ জুলাই রাতে রাশিদুল ইসলাম ওরফে উকিল মৃধা নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় হত্যা মামলায় সন্ত্রাসী বকুল মোল্লা ২ নং এজাহারভুক্ত আসামি। এছাড়া তার নামে শৈলকুপা থানায় একাধিক মামলাও রয়েছে।

এম বুরহান উদ্দীন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর