বগুড়ায় বিস্ফোরক মামলায় আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৫, ২০:০৬

ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার শেরপুর উপজেলায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিংহের সিমলা গ্রামের আব্দুস সাত্তার মল্লিকের ছেলে এবং সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা (৪৬), ধুনকুন্ডি উত্তরপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে ও একই ইউনিয়নের আওয়ামী লীগ সদস্য আবু সাদাত মোহাম্মদ ছাইয়ুম (৪৮) এবং বাগড়া গ্রামের মৃত এলাহি বক্সের ছেলে ও কুসম্বি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলাম (৭৫)।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘গত বছরের ২৮ নভেম্বর শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও ২ নভেম্বর রিফাত নামের একজনের দায়েরকৃত বিস্ফোরক মামলায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সোমবার (১২ মে) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
আব্দুল ওয়াদুদ/এমআই