Logo

সারাদেশ

কিশোরগঞ্জে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৫, ২০:৩৩

কিশোরগঞ্জে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

ছবি : বাংলাদেশের খবর

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবার ভিত্তি”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।

রোববার (১২মে) সকালে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরে আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।

আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. নাজিবুল হক, পাকুন্দিয়া থানার তদন্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহজাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ডা. মো. দৌলওয়াত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. হেলাল উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন নার্সিং কর্মকর্তা সাদিয়া আশরাফ।

আব্দুর রউফ ভূইয়া/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর