Logo

সারাদেশ

বিএসএফের ফেলে যাওয়া ৮১ জনের মধ্যে ৩ জন ভারতীয় নাগরিক

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৫, ২০:৪৭

বিএসএফের ফেলে যাওয়া ৮১ জনের মধ্যে ৩ জন ভারতীয় নাগরিক

ছবি : বাংলাদেশের খবর

সাতক্ষীরার সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইন করা তিন ভারতীয় নাগরিকসহ ৮১ জনকে শ্যামনগর থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড।

রোববার (১১ মে) রাত ১১টার দিকে মোংলা কোস্টগার্ডের চিফ পেটি অফিসার (পিও) মো. মশিউর রহমানের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা শ্যামনগর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

এর আগে, শুক্রবার বিকেলে বিএসএফ ও ভারতীয় কোস্টগার্ড যৌথভাবে তাদের সুন্দরবনের গহিনে মান্দারবাড়িয়া চরে ফেলে রেখে চলে যায়। পরে মান্দারবাড়িয়া বন টহল ফাঁড়ির সদস্যরা তাদের উদ্ধার করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, ভারতীয় সীমান্তরক্ষীরা পুশইনের আগে তাদের শারীরিকভাবে নির্যাতন করেছে। তিন ভারতীয় নাগরিকের মধ্যে রয়েছেন গুজরাটের মুন্না সাহার ছেলে হাসান সাহা, সোয়েল শেখের ছেলে সাইফুল শেখ ও খালিদ শেখের ছেলে আব্দুর রহমান শেখ।

এ বিষয়ে শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্যা বলেন, ‘মোংলা কোস্টগার্ড বিএসএফ কর্তৃক পুশইন করা তিন ভারতীয় নাগরিকসহ ৮১ জনকে থানায় হস্তান্তর করেছে।’

তিনি আরও বলেন, ‘এদের মধ্যে ৭৮ জনের বাড়ি বাংলাদেশের নড়াইল জেলায়। যাচাই-বাছাই শেষে তাদের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নিজ নিজ বাড়িতে পাঠানো হবে। আর ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।’

আব্দুস সামাদ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর