-68220c67a1323.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফিক্সড নাইলন জাল বসিয়ে ফেনীর কালিদাস পাহালিয়া নদীতে মাছের গতিপথ ও অবাধ চলাচল বন্ধ করে মাছ ধরার অপরাধে ৪ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
সোমবার (১২ মে) বিকেলে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের টঙ্গীরপাড় এলাকায় অভিযান চালিয়ে আটকের পর তাদেরকে এ সাজা দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সাজাপ্রাপ্তদের মাঝে আবুল হোসেন কালা মিয়া (৪৫) কে ৩ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, আবদুল জব্বার (৪৫), আল আমিন (৩০), মো. সবুজ মিয়া (৫০) কে ৩ মাস করে কারাদণ্ড ও ৫শ টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযানে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, ‘কালিদাস-পাহালিয়া নদীর মাঝামাঝি ফিক্সড নাইলন জাল বসিয়ে মাছের গতিপথ ও অবাধ চলাচল বন্ধ করে জনসাধারণের স্বার্থকে এককভাবে ভোগ করার অপপ্রয়াসের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪ ব্যক্তিকে দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া নাইলন জালটি আগুন দিয়ে ধ্বংস করা হয়েছে।’
এম. এমরান পাটোয়ারী/এমআই