বগুড়ায় জমি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বগুড়া
প্রকাশ: ১২ মে ২০২৫, ২১:২৪

ছবি : বাংলাদেশের খবর
বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। পরে অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।
সোমবার (১২ মে) সকাল সাড়ে ৯টায় শিবগঞ্জ উপজেলার সৈয়দপুরের মির্জাপুর গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি, শিবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের হোসেন আলীর ছেলে নিহত মাসুদ রানা (৪২)।
জানা গেছে , বাড়ির পাশের এক শতক জায়গা নিয়ে নিহত মাসুদ রানার সঙ্গে অভিযুক্ত মতিয়ার রহমান মতিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার (১১মে) বিকেলে শালিসের বৈঠকের মধ্যদিয়ে ওই জায়গা পরিমাপ করে মীমাংসার চেষ্টা করে উভয়পক্ষ। মীমাংসা না হওয়ায় অভিযুক্ত মতিয়ার তার অনুসারীদের নিয়ে রোববার বিকেলে মাসুদ রানা ও তার বাড়ির সদস্যদের লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারপিট করে চলে যায়৷ পরে গ্রামবাসী তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মাসুদ রানা মারা যান ৷ খবর পেয়ে গ্রামবাসীরা অভিযুক্ত ইয়াকুব ও মতিয়ারের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে।
এ ঘটনায় নিহত মাসুদের মা মনোয়ারা বেগম, বোন শেফালি ও চাচাতো ভাই শহীদুলসহ ৩ জন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন৷
এ বিষয়ে মোকামতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক সারওয়ার পারভেজ বলেন, ‘এ ঘটনায় ইতোমধ্যে তিনজন নারীসহ ৭ জনকে আটক করা হয়েছে।’
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (্ওসি) শাহীনুজ্জামান বলেন, ‘নিহত মাসুদের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।’
জুয়েল হাসান/এমআই